প্রকাশিত: Fri, Dec 30, 2022 3:37 PM
আপডেট: Wed, Jul 2, 2025 10:00 AM

যে কারণে বাঙালি মুসলমান আজও সবচেয়ে অধঃপতিত জাতিগোষ্ঠী

জাকির তালুকদার

সময় নষ্ট হবে জেনেও প্রতিক্রিয়াগুলো পড়লাম। এমন একটা কমেন্টও পেলাম না যেটি আমার উত্তর পাওয়ার যোগ্যতা রাখে। কয়েকজনকে ব্লক করলাম অশ্লীল ভাষা প্রয়োগ এবং গালির জন্য। কাজী নজরুল ইসলাম, বেগম রোকেয়া, ড. মুহম্মদ শহীদুল্লাহ, সওগাত ও মোহাম্মদ নাসিরউদ্দিন, মুসলিম সাহিত্য সমাজ বা শিখা গোষ্ঠীÑ কারও আলোই বিন্দুমাত্র প্রবেশ করেনি এই অন্ধকার জগতে। বাঙালি মুসলমান যে আজও সবচেয়ে অধঃপতিত জাতিগোষ্ঠী, তার কারণ এই অন্ধদের সংখ্যা জ্যামিতিক হারে বেড়ে চলা। এটি বাংলাদেশ। ইরান, সৌদি বা আফগানিস্তান নয় যে নারীরা আলো দেখার অধিকার থেকে বঞ্চিত থাকবে।

আবার ইউরোপ-আমেরিকাও নয় যে বিকিনি-ব্রা পরবে প্রকাশ্যে। ইসলামি পোশাক নামে কোনো পোশাক নেই। যেকোনো শালীন পোশাকই ইসলামি পোশাক। হিজাব পরার ইচ্ছা হলে তিনি তা পরবেন। তবে মুখ পরিপূর্ণভাবে ঢেকে রাখা অত্যাবশ্যক কি না, সেই প্রশ্নে সব আলেম একমত নন। ৭৩ ফেরকার হিসাবটা মনে রাখতে হবে। ধর্মীয় প্রসঙ্গ ছাড়াও মানুষের নিরাপত্তার জন্যও এইরকম নিনজা-পর্দা যথেষ্টই হুমকি। জঙ্গিদের জন্য অস্ত্র এবং বিস্ফোরক বহনের জন্য এই ধরনের মুখঢাকা নারীদের ব্যবহার করা হয়। মাদক পরিবহনেরও অন্যতম উপায় এটি। ক্রাইম রিপোর্টাররা বিস্তারিত বলতে পারবেন। লেখক: কথাসাহিত্যিক। ফেসবুক থেকে